• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, দলে নতুন মুখ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০২২, ০৩:৪৫ পিএম
ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, দলে নতুন মুখ

ঢাকা: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডের পর সেই মাঠেই হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। 

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকরা জায়গা ধরে রেখেছেন, আছেন এনামুল হক বিজয়ও। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ না খেলা ওপেনার তামিম ইকবাল নেই প্রথম টেস্টের স্কোয়াডে। 

প্রথম দুই ওয়ানডে না খেলা পেসার তাসকিন আহমেদ আছেন ১ম টেস্টের স্কোয়াডে। পেস আক্রমণে তার সঙ্গী হিসাবে আছেন সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। 

ভারতের বিপক্ষে ১ম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড-

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!