• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক কোহলির জন্য ক্ষতির মুখে সম্প্রচারকারী চ্যানেল!


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৮, ০৮:৫৭ পিএম
এক কোহলির জন্য ক্ষতির মুখে সম্প্রচারকারী চ্যানেল!

ফাইল ছবি

ঢাকা: ভারতীয় ক্রিকেটে যুগে যুগে বহু তারকা ব্যাটসম্যান এসেছেন। সুনীল গাভাস্কারের পর দর্শকরা শুধু শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখার জন্য মাঠে গিয়েছেন। শচীন আউট হওয়ার পর গ্যালারি ফাঁকা হওয়ার ঘটনাও ঘটেছে। তাঁর যোগ্য উত্তরসুরী হিসেবে ইতিমধ্যে নিজেকে তৈরি করে ফেলেছেন বিরাট কোহলি।

ধারণা করা হচ্ছে, শচীনের ব্যাটিংয়ের যত রেকর্ড সব ভেঙে ফেলবেন কোহলি। এখন তাঁর ব্যাটিং দেখার জন্যও মাঠে যান দর্শকরা। কিন্তু টানা খেলার ধকল কাটাতে কোহলিকে এশিয়া কাপে খেলানো হচ্ছে না। এতেই হতাশ এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলের কর্তাব্যক্তিরা৷

কোহলির অনুপস্থিতির জন্য এশিয়া কাপে লাভের বদলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা জেগেছ সম্প্রচারকারী স্টার নেটওয়ার্কের৷ এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ ই-মেইল যুদ্ধ শুরু হয়ে গেছে স্টারের৷ ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তার একজনই। তিনি  বিরাট কোহলি৷ সেই কোহলির অনুপস্থিতিই এখন কপালে ভাঁজ ফেলেছে সম্প্রচারকারী চ্যানেলের৷ এই মর্মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল৷ তাঁদের যুক্তি কোহলি না খেলায় সম্প্রচারের ক্ষেত্রে লোকসানের মুখ দেখতে হবে তাঁদের৷

স্টার তাঁদের যুক্তি ই-মেইল করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে৷ ২০১৬ সাল থেকে আট বছরের জন্য এশিয়া কাপ সম্প্রচারের চুক্তি করেছে স্টার৷ অন্যদিকে, স্টারের দাবীকে উড়িয়ে ভারতীয় বোর্ড পাল্টা জানিয়েছে এশিয়া কাপের জন্য সেরা দলই পাঠানো হয়েছে৷ দল নির্বাচনের ক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থা কোনওভাবেই প্রভাব ফেলতে পারে না৷

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দেওয়া অভিযোগ চিঠিতে স্টার লিখেছে, ‘মিডিয়া সত্ত্ব বিক্রির সময় চুক্তিতে ছিল প্রতিটি দল টুর্নামেন্টের জন্য তাঁদের সেরা দল খেলাবে৷ বর্তমান সময় কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, তাঁর অধিনায়কত্ব ও ব্যাটিং দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে৷ সেক্ষেত্রে কোহলি খেলার জন্য ফিট থাকলেও নির্বাচকরা তাঁকে দলের বাইরে রেখে এশিয়া কাপের জন্য সেরা দল পাঠায়নি৷ কোহলি না থাকায় টুর্নামেন্টের টিআরপি অনেকটাই কম, ফলে ক্ষতির মুখে পড়তে হবে সম্প্রচারকারী চ্যানেলকে৷’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!