• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার ওয়ার্নারের সিলেটের কাছে হারল মাশরাফির রংপুর


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৯, ১১:১৫ পিএম
এবার ওয়ার্নারের সিলেটের কাছে হারল মাশরাফির রংপুর

ঢাকা: ঘরের মাঠে প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি সিলেট সিক্সার্স। উল্টো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বাজেভাবে হেরেছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেল। আগে ব্যাট করে রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে সিলেট।

রান তাড়া করতে নেমে  ১১ রানে মেহেদী হাসান রানার বলে নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন মেহেদী মারুফ (৭)। হার্ডহিটার অ্যালেক্স হেলসও ব্যর্থ। সোহেল তানভীরের বলে লিটনের তালুবন্দি হয়ে 'ডাক' মেরে ফিরেন তিনি। রংপুরের তৃতীয় উইকেট পতন ঘটে ক্রিস গেইলের বিদায়ে। সেই তানভীরের বলেই ৭ বলে ৭ রান করা গেইল ড্রেসিংরুমে ফেরেন। ১১ রানে ৩ উইকেট হারানো রংপুরের হাল ধরেন রাইলি রুশো এবং মোহাম্মদ মিঠুন।

৩২ বলে তিন চার চার ছক্কায় ৫৮ রান করা রুশো তাসকিন আহমেদের বলে বোল্ড হলে ভাঙে ৮৯ রানের দারুণ জুটি। স্কোরকার্ড সচল রাখতে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মাশরাফি। এসেই একটি বাউন্ডারি মেরে অলক কাপালির বলে সহজ ক্যাচ দিয়ে মেহেদী রানার কল্যাণে বেঁচে যান। ২৯ বলে ৩৫ করা মিঠুন তাসকিনের বলে সাব্বিরের ধরা পড়লে ইনিংস অর্ধেক শেষ হয় রংপুরের। সিলেটের একের পর এক ক্যাচ মিসের সুযোগে দলকে আশা জাগান মাশরাফি। তাকে সঙ্গে দেওয়া বেনি হাওয়েলকে (১৩) ড্রেসিংরুমে ফেরান নেপালি তারকা সন্দ্বীপ লামিচানে।

এরপর মাশরাফির সঙ্গী হন নাহিদুল। শেষ অবধি চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি রংপুর অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। মাশরাফি অপরাজিত থাকেন ২৭ বলে চার বাউন্ডারিতে ৩৩ রানে। ২৭ রানের দারুণ জয় তুলে নেয় সিলেট সিক্সার্স। ২টি করে উইকেট নেন মেহেদী রানা এবং তাসকিন আহমেদ। একটি করে নেন সোহেল তানভীর এবং সন্দ্বীপ লামিচানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস আর ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের পাহাড় গড়ে সিলেট সিক্সার্স। স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস এবং প্রথমবার ওপেনিংয়ে নামা সাব্বির রহমান। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই দুই তারকা। বুধবার ২৯ বলে ফিফটি তুলে নেন লিটন দাস। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাওয়া সাব্বির রহমান ২০ বলে ১ চার ১ ছক্কায় ২০ রান করে আউট হলে ভাঙে ৭২ রানের উদ্বোধনী জুটি। এরপর লিটনের সঙ্গে যোগ দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

৪৩ বলে ৯ চার ১ ছক্কায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটন দাস ওয়ার্নারের ডাকে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান-আউট হয়ে গেলে ভাঙে ৫৬ রানের আরেকটি দারুণ জুটি। অন্যপ্রান্তে ৩৩ বলে ফিফটি তুলে নেন ডেভিড ওয়ার্নার। নিকোলাস পুরান খেলেন ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তোলে সিলেট সিক্সার্স। ৩৬ বলে ছয় চার দুই ছক্কায় অপরাজিত থাকেন ওয়ার্নার। ৩১ রানে ৩ উইকেট নেন শফিউল ইসলাম।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!