• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার ঢাকার মাঠে আবাহনীর পরীক্ষা নেবে চেন্নাইয়ান এফসি


ক্রীড়া প্রতিবেদক মে ১৪, ২০১৯, ০৮:৪৮ পিএম
এবার ঢাকার মাঠে আবাহনীর পরীক্ষা নেবে চেন্নাইয়ান এফসি

ছবি বাফুফে

ঢাকা: নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদির মাঠে ১-০ গোলে জিতে এএফসি কাপে যাত্রা শুরু করেছিল ঢাকা আবাহনী। পরের ম্যাচে ভারতের ক্লাব মিনেরভা পাঞ্জাব এফসির সঙ্গে ২-২ গোলে ড্র। সর্বশেষ ভারতের মাঠে চেন্নাইয়ান এফসির মাঠে ১-০ গোলে হার মেনেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। এবার নিজেদের মাঠে চেন্নাইয়ানকে হার ফিরিয়ে দিতে চায় আকাশি-নীল জার্সিধারীরা।  

সেই লক্ষ্য সামনে রেখে বুধবার (১৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় এএফসি কাপের লড়াইয়ে চেন্নাইয়ান এফসির মুখোমুখি হতে চলেছে আবাহনী। ঘরের মাঠে চেনা পরিবেশ, সমর্থক থাকা সত্বেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। এই ম্যাচে খেলতে পারবে না ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। সম্প্রতি এই দুই আবাহনী তারকা পায়ে অস্ত্রোপচার করেছে। দুজনের কেউই এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরিও ইনজুরি আক্রান্ত।

বিষয়টি ভাবিয়ে তুলেছে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসকে। মঙ্গলবার ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যদি বলি তপু ও ফাহাদকে মিস করবো না, তাহলে মিথ্যা বলা হবে। জাতীয় দলের দুই ফুটবলার তপু-ফাহাদ আমাদের দলেরও  গুরুত্বপূর্ণ সদস্য। ফুটবলে ইনজুরি হবেই, কিন্তু ইনজুরিতে মৌসুম শেষ হয়ে যাওয়া খুব দুর্ভাগ্যজনক। দলের আরও দুজনের ছোট-খাটো ইনজুরি আছে।’

‘ই’ গ্রুপের শীর্ষ দল চেন্নাইয়ানের (৭ পয়েন্ট) চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর কোচ অবশ্য জিততে আশাবাদী, ‘দুই সপ্তাহ আগে চেন্নাইয়ান এফসির মাঠে হেরে গেলেও তাদের খেলার ধরন সম্পর্কে জানতে পেরেছি। সেদিন কেন হেরেছিলাম সেটা খুঁজে বের করার চেষ্টা করেছি। আশা করি, আগামীকাল আমরাই জিতবো। ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে নিচ্ছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’

চেন্নাইয়ান এফসির কোচ জন গ্রেগরি আবাহনীর প্রশংসা করে বলেছেন, ‘আমাদের মাঠে আবাহনী খুব ভালো খেলেছিল। তাদের থ্রো-ইন বেশ বিপদজনক। আবাহনীতে কয়েকজন ভালো মানের দীর্ঘদেহী খেলোয়াড় আছে। আগামীকাল সম্ভবত গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।’

তিন ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪। চেন্নাইন এফসি ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে। দুই দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে আবাহনীর জন্য একটু বেশি। এ ম্যাচ জিততে না পারলে টিকে থাকার কোনো সুযোগই থাকবে না আবাহনী। চেন্নাইন হারলেও পড়বে না আবাহনীর মতো অতটা বিপদে।

আবাহনী আগের তিন ম্যাচের একটি জিতেছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে। অন্য দিকে চেন্নাইন এএফসি নিজ দেশের ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে ড্র করে পরের দুই ম্যাচে হারিয়েছে আবাহনী ও নেপালের দলটিকে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!