• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বার্সার চোখ ইউরোপিয়ান রেকর্ডে


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০১৬, ১২:২৪ পিএম
এবার বার্সার চোখ ইউরোপিয়ান রেকর্ডে

স্পোর্টস ডেস্ক

রায়ো ভায়োকানোর বিপক্ষে দাপুটে জয় দিয়েই রিয়াল মাদ্রিদের ২৭ বছরের পুরনো স্প্যানিশ রেকর্ড ভাঙে বার্সেলোনা। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার ইতিহাস গড়লেও ইউরোপিয়ান ফুটবলের পরিসংখ্যানে কেবলই শীর্ষ পাঁচে নাম লিখিয়েছে কাতালানরা।

আর মাত্র দুই ম্যাচে জয় কিংবা হার এড়ালেই এসি মিলানের রেকর্ডও টপকে যাবে লা লিগা চ্যাম্পিয়নরা। সবচেয়ে বেশি টানা ৬২টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি স্কটিশ ক্লাব সেল্টিকের দখলে। ১৯১৭ সালে তারা অবিশ্বাস্য এ কীর্তি গড়ে। এরপরই রয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২০১২ সালে জুভিরা ৪৩ ম্যাচে অপরাজেয় থাকার মাইলফলক স্পর্শ করে ইতালিয়ান ফুটবলে রেকর্ড গড়েছিল। ১৯৭৮ সালে তৎকালীন ইংলিশ পরাশক্তি নটিংহাম ফরেস্ট টানা ৪০টি ম্যাচে অপরাজিত থাকে। বর্তমানে তারা ইংল্যান্ডের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে খেলছে।

এ তালিকায় চার নম্বরে অবস্থান করছে এসি মিলান। ইতালিয়ান জায়ান্টরা ১৯৯১ সালে টানা ৩৬টি ম্যাচে অপরাজিত থাকার নজির স্থাপন করেছিল। কিন্তু ইতালিয়ান ফুটবলের বর্তমান রেকর্ডটি জুভেন্টাসের দখলে। এসি মিলানের রেকর্ড ভাঙতে দুরন্ত বার্সার সামনে এইবার ও গেটাফে চ্যালেঞ্জ। লা লিগার ম্যাচে আগামী ৬ মার্চ স্বাগতিক এইবার ও ১২ মার্চ ন্যু ক্যাম্পে গেটাফের বিপক্ষে মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

এরপরই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল (১৭ মার্চ) নিশ্চিতে আর্সেনালের মুখোমখি হবেন লুইস এনরিকের শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে নকআউট পর্বের প্রথম লেগ শেষে ২-০ গোলে এগিয়ে গতবারের ট্রেবল জয়ী বার্সা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!