• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কত রানে থামবে জিম্বাবুয়ে, কী বলছেন আবু জায়েদ?


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩, ২০১৮, ০৮:১৬ পিএম
কত রানে থামবে জিম্বাবুয়ে, কী বলছেন আবু জায়েদ?

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন পেসার আবু জায়েদ। তিনি জানিয়েছেন, জিম্বাবুয়েকে তারা ৩২০ রানের মধ্যে থামাতে চান। শনিবার প্রথম দিন শেষে জিম্বাবুয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৫ উইকেটে ২৩৬ রান। আবু জায়েদ মনে করছেন, প্রথম দিনে খুব বেশি রান তুলতে পারেনি জিম্বাবুয়ে।

তিনি বলেছেন, ‘উইকেট বেশ ফ্ল্যাট। এখানে পরিকল্পনার বাইরে বল করা যাবে না। এরকম উইকেটে ওরা কম রানই করেছে। অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখব আমি।’

এই মুহূর্তে উইকেটে আছে জিম্বাবুয়ের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের সবশেষ জুটি। একটি উইকেট তুলে নিতে পারলেই লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আসতে শুরু করবে। তাই ফরকারীদের গুটিয়ে দিতে উইকেট চান আবু জায়েদ। তিনি বলেন, ‘ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেল এন্ডাররা চলে আসবে। আমার মনে হয়, আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেওয়া। সেটা হলে ওদের ৩২০ রানের মধ্যে থামিয়ে দিতে পারব।’

সময়ের সঙ্গে সঙ্গে স্পিনাররা বাড়তি সহায়তা পাবেন। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা চ্যালেঞ্জ হবে বলে মনে করেন আবু জায়েদ,‘ প্রথম ইনিংসে ভালো একটি লিড নিতে হবে আমাদের। আশা করি, দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অত রান করতে পারবে না।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!