• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলীয় সাফল্যই বেল এর কাছে আসল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২, ২০১৬, ১০:৩০ এএম
দলীয় সাফল্যই বেল এর কাছে আসল

ফুটবলের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অরে আগ্রহ নেই গ্যারেথ বেল’র। এমনটি জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা। ওয়েলস জাতীয় দলের এ স্ট্রাইকার ব্যালন ডি’অরের ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় ওপরের দিকেই রয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জিতেছেন গত চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এছাড়া জাতীয় দলকে প্রথমবারের মতো নিয়ে গেছেন ইউরোর সেমিফাইনালে।

ফুটবলের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অরে আগ্রহ নেই গ্যারেথ বেল’র কাছে। এমনটি জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ তারকা। বরং তার কাছে দলীয় সাফল্যই বড় কিছু। ওয়েলস জাতীয় দলের এ স্ট্রাইকার ব্যালন ডি’অরের ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় ওপরের দিকেই রয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জিতেছেন গত চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এছাড়া জাতীয় দলকে প্রথমবারের মতো নিয়ে গেছেন ইউরোর সেমিফাইনালে।

রোববার রিয়ালের সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তি করা বেল বলেন, ‘ব্যালন ডি’অর আমার কাছে কখনওই ব্যক্তিগত গোল মনে হয়নি। এটা জেতার জন্য আমি কখনওই স্বপ্ন দেখিনি। আমি স্বপ্ন দেখি দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগ শিরোপা জয়।’

২৭ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘আমি যদি চ্যাম্পিয়নস লিগ ও অন্য শিরোপা জিতি তবে ব্যক্তিগত পুরস্কার এমনিতেই আসবে। তবে আমি এমন কিছুই চিন্তা করি না। ক্লাব বা জাতীয় দলের হয়ে ট্রফি জেতাটাই আমার কাছে আসল। তবে ব্যক্তিগত পুরস্কার অবশ্যই আলোকিত করে।’

এদিকে ব্যালন ডি’অর জয়ে মেসি বা রোনালদো কে এগিয়ে অথবা বেল’র কোনো ব্যক্তিগত পছন্দ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক ফুটবলার এবার ভালো মৌসুম পার করেছে। মেসি ও রোনালদো দারুণ করেছে। তবে এটি আমি জুরি বোর্ডের ওপর ছেড়ে দিচ্ছে। তারাই সঠিক বিবেচনা করবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!