• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ধাপে সফল ব্যাটসম্যানরা, বিবর্ণ বোলাররা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০১৯, ০৯:৩৬ পিএম
প্রথম ধাপে সফল ব্যাটসম্যানরা, বিবর্ণ বোলাররা

ঢাকা: বঙ্গবন্ধু বিপিএল দেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজাবেন নির্বাচকরা। নির্বাচকদের তরফ থেকে বিপিএল শুরুর আগে এমন ঘোষণাই দিয়ে রাখা হয়েছে। ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দেশি ব্যাটসম্যানরা বিদেশিদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে খানিকটা বিবর্ণ দেখাচ্ছে বোলারদের পারফরম্যান্স। জাতীয় দলে যারা খেলছেন তাদের কেউই সেরা পাঁচের মধ্যে নেই। 

ঢাকায় প্রথম ধাপের আট ম্যাচ শেষে রান করায় এগিয়ে আছেন ইমরুল কায়েস। বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকা সবার ওপরে রয়েছেন থিসারা পেরেরা। সেরা দশে রান করা দেশি ব্যাটসম্যানদেরই প্রাধান্য। 

ঢাকা পর্বে সবচেয়ে বেশি তিন ম্যাচ করে খেলেছে ঢাকা প্লাটুন, সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন ম্যাচ খেলে চট্টগ্রামের ইমরুল কায়েস এক ফিফটিতে ১১৭ রান করে আছেন সবার ওপরে। ৩ ম্যাচে ইমরুলের মতোই সমান রান সতীর্থ চ্যাডউইক ওয়ালটনের। মোহাম্মদ মিঠুন তিন ম্যাচে করেছেন ১১২ রান। তামিম ইকবাল ৩ ম্যাচে করেন ১১০। মোসাদ্দেক হোসেন তিন ম্যাচ রান করেছেন ১০৯। এনামুল হক ৩ ম্যাচে করেন ১০০ রান। মোহাম্মদ নাঈম শেখ ২ ম্যাচে ৯৫ আর লিটন দাস ২ ম্যাচে করেছেন ৮৩ রান। 

বোলিংয়ে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে সবার ওপরে থিসারা পেরেরা। রাজশাহীর হয়ে অলক কাপালি দুই ম্যাচে নেন ৪ উইকেট। কুমিল্লার হয়ে দুই ম্যাচে ৪ উইকেট সৌম্য সরকারের। লুইস গ্রেগরি রংপুরের হয়ে নেন ২ ম্যাচে ৪ উইকেট। ২ ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন রাজশাহীর ফরহাদ রেজা আর রবি বোপারাও। 

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!