• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ উপহার দিলেন হোমায়রা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৯, ০২:২৬ পিএম
বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ উপহার দিলেন হোমায়রা

ঢাকা: নেপাল থেকে একের পর এক সুখবর আসছে। সাউথ এশিয়ান (এস এ) গেমসের তৃতীয় দিনে (মঙ্গলবার) কারাতে ইভেন্টে বাজিমাত করছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এরই মধ্যে তিনটি স্বর্ণ পদক জিতে নিয়েছেন কারাতেকারা।  

মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা আক্তার অন্তরা শেফা।

সবমিলিয়ে চলতি এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৪-এ। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছিলেন দিপু চাকমা। এই স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গোয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।

মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।

সোমবার এই হোমায়রার সৌজন্যেই চলতি এসএ গেমসে প্রথম পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ। মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!