• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঠে নয়, হায়দরাবাদের রান্না ঘরে ব্যস্ত সাকিব!


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৯, ০৫:৪২ পিএম
মাঠে নয়, হায়দরাবাদের রান্না ঘরে ব্যস্ত সাকিব!

ছবি ফেসবুক

ঢাকা: বহুল প্রচলিত একটি প্রবাদ, যে রাঁধে সে চুলও বাঁধে। তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কখনও তার ব্যাটে কখনও তার ঘুর্ণিতে কাবু হন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান অথবা বোলার। এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল শিরোপা জিতেছে। সেই জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে গত আসরে শাহরুখ খানের দল ছেড়ে দেয়ায় সুযোগ লুফে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু দ্বাদশ আসরে মাত্র এক ম্যাচ খেলিয়ে বসিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে।  

সেই সুযোগে রান্নার তালিম নিচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে বাইশ গজ ছেড়ে এখন সানরাইজার্স হায়দরাবাদের রান্নাঘরে সময় কাটাচ্ছেন সাকিব।
অবশ্য সাকিব একা নন। শুক্রবার পুরো হায়দরাবাদ দলের সব খেলোয়াড়ই মেতেছিলেন রান্নার প্রতিযোগিতায়। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার এবং পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও ‘টিম বিজয়’ নামে দুই দলে ভাগ হয়ে রান্নার উৎসবে মাতেন দলের খেলোয়াড়রা।

যেখানে টিম বিজয়ে ছিলেন সাকিব। তার দলে ছিলেন রশিদ খান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মারা। অন্যদিকে টিম ভুবিতে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠানরা।

দুই দলের এ রান্নার প্রতিযোগিতায় জিতেছে কারা তা অবশ্য জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে হেরেছেন নিশ্চিতভাবে দীপক হুদা। কারণ গতকাল ছিলো তার জন্মদিন। রান্নাবান্নার প্রতিযোগিতা শেষে হুদাকে নিয়ে কেক কাটেন হায়দরাবাদের খেলোয়াড়রা। যেখানে কেক কাটার পর পুরোটাই মাখিয়ে দেয়া হয় তার মুখে। সবমিলিয়ে আনন্দ উৎসবের মধ্যেই শুক্রবারটা কাটিয়েছেন সাকিবরা।

তবে মাঠের খেলায় খুব একটা আনন্দের সুযোগ নেই সাকিব বা হায়দরাবাদের। কারণ এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিততে পেরেছে হায়দরাবাদ, অবস্থান করছে টেবিলের পাঁচ নম্বরে। প্লে অফে যেতে হলে বাকি থাকা ৬ ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদের। রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে হায়দরাবাদ।

এদিকে হায়দরাবাদের চেয়েও বাজে আইপিএল কাটাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরের সব ম্যাচ খেলা সাকিব এ আসরে এখনো পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র একবার।

মৌসুমে হায়দরাবাদের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। পরে বল হাতে ১ উইকেট শিকার করলেও ৩.৪ ওভারে খরচ করেন ৪২ রান। যে কারণে পরের ৭ ম্যাচের একটিতেও তাকে সেরা একাদশে জায়গা দেয়নি হায়দরাবাদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!