• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনালদো-এমবাপ্পে-মডরিচ নন, বর্ষসেরা মেসি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২, ২০১৯, ০৬:০৪ পিএম
রোনালদো-এমবাপ্পে-মডরিচ নন, বর্ষসেরা মেসি

ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ শেষ করে এখনও আর্জেন্টিনা দলে ফেরেননি লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে খেলে চলেছেন। কিন্তু জাতীয় দলে খেলার ব্যাপারে টু-শব্দও করছেন না মেসি। কারণ আর কিছু নয়, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিরাট ধাক্কা খেয়েছেন এই সময়ের সেরা ফুটবলারটি। ২০০৭ সালের পর প্রথমবার বাদ পড়েছেন ব্যালন ডি’অরের সেরা তিনের তালিকা থেকে। সবমিলিয়ে গত বছরটি বেশ খারাপই গেছে মেসির।

তবে নতুন বছরের শুরুতে সুখবর পেলেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র জরিপে ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলার হয়েছে আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। মাদ্রিদের এই ট্যাবলয়েড পত্রিকাটি ১০০ জন সেরা ফুটবলারের একটি তালিকা তৈরি করে। সেখান থেকে তারা সেরা ১০ ফুটবলার বাছাই করেছিল।

গত বছরে সর্বোচ্চ গোল ও লা লিগার শিরোপা জয়ের জন্য বর্ষসেরার খেতাব জিতেছেন মেসি। তাঁর পেছনে পড়েছেন এবারই প্রথম ব্যালন ডি’অর জয়ী লুকা মডরিচ-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারা। কেন মেসিকে বর্ষসেরা নির্বাচিত করা হলো? এর কারণ হিসেবে ‘মার্কা’ উল্লেখ করেছে, বছরজুড়ে মেসির ব্যক্তিগত নৈপুণ্য। মেসির পরের স্থানটি দখল করেছেন বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে দুর্দান্ত খেলা মডরিচ।

মার্কার চোখে ২০১৮ সালের সেরা দশ ফুটবলার:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
২. লুকা মডরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
৩. আঁতোয়া গ্রিজম্যান ( ফ্রান্স/অ্যাটলেটিকো মাদ্রিদ)
৪. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস)
৫. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
৬. মোহাম্মদ সালাহ ( মিশর/লিভারপুল)
৭. ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)
৮. রাফায়েল ভারানে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
৯. হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম)
১০. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!