• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-ডমিঙ্গোকে নিয়ে আকরাম-মিনহাজুলদের একান্তে বৈঠক


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৫, ২০১৯, ১২:৪৬ পিএম
সাকিব-ডমিঙ্গোকে নিয়ে আকরাম-মিনহাজুলদের একান্তে বৈঠক

ঢাকা : বিশ্বকাপের পর থেকে ছুটিতে ছিলেন সাকিব আল হাসান। শুক্রবার রাত ৩টায় ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। লম্বা ভ্রমণ শেষে সাকিব শনিবারই (২৪ আগস্ট) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। কাজ করেছেন ফিটনেস নিয়ে। ব্যাটিং অনুশীলনও করেছেন।

এরপর সাকিব, হেড কোচ রাসেল ডমিঙ্গো, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নিয়ে একান্তে বৈঠকে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে কী আলোচনা হয়েছে সেটির বিস্তারিত জানাবে না বিসিবি। তবে আকরাম সংবাদমাধ্যমকে শুধু বলেছেন, ‘বিশ্বকাপের পর আমাদের কোচিং স্টাফে অনেক পরিবর্তন এসেছে। অধিনায়ক, কোচ, নির্বাচক আমরা সবাই আলাপ-আলোচনা করেছি। পরের মাসের সিরিজ নিয়ে আলোচনা করেছি। এই সিরিজে দলের শক্তি ও কন্ডিশন কেমন থাকবে, এসব নিয়ে ভালো আলোচনা হয়েছে। আশা করি এটা সামনেও চলবে। কোন কাজ কীভাবে করব সেটি আগ থেকেই পরিষ্কার করে ফেললাম।’

ডমিঙ্গো দেশে এবং দেশের বাইরে সাফল্য এনে দিতে চান। তাঁর ভাবনা ভালো লেগেছে আকরামের। তিনি বলছেন, ‘সে কিন্তু হোমের সঙ্গে অ্যাওয়ের কথা চিন্তা করছে। কোনো ব্যাটসম্যান হোমে ভালো, বাইরে আরও ভালো হতে পারে সেটি নিয়ে ভাবছে। এটা ভালো লেগেছে। নির্বাচকদের পরিকল্পনা শুনেছে। তারাও ওকে কী কী বুঝিয়ে দেবে সেটি জানিয়েছে।’

আকরাম আরও যোগ করেছেন, ‘দেশে খেললে কিছু বিষয়ের গুরুত্ব ওভাবে উপলব্ধি করতে পারি না। তবে বাইরে গেল বুঝতে পারি এটার গুরুত্ব অনেক বেশি। যে পরিকল্পনাটা করেছি, দেশে-বিদেশে আমাদের খেলার মান যেন একই থাকে। দেশে যেভাবে খেলি বাইরেও যেন সমান ভালো খেলতে পারি।’

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে কেমন উইকেট হবে শুক্রবার অবধি অজানা থাকলেও আকরাম নিয়ে পরিস্কার ধারণা দিলেন। উইকেটে ঘাস থাকবে যা ফাস্ট বোলারদের জন্য সহায়ক হবে। আকরাম বলেন,‘ যে ধরনের উইকেট থাকে সেটা তো জানেনই। আমরা স্বাগতিক, দেশের মাঠের সুবিধা বেশি থাকবেই। উইকেটে তেমন পরিবর্তন আসবে না। চেষ্টা করছি ট্রু উইকেট করতে, যেন ঘাস থাকে। সেখানে যেন ফাস্ট বোলাররা সুবিধা পায়।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!