• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

নতুন করে ভাইরাল নুসরাত ফারিয়া ইমরানের গান


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৪, ০২:১৬ পিএম
নতুন করে ভাইরাল নুসরাত ফারিয়া ইমরানের গান

একের পর এক চমক নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায় দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ সরব এই নায়িকা। এরআগেও বেশ কিছু গান গেয়ে সাড়া ফেলেন তিনি। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামে গেয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে। গানটি ইতিমধ্যে বেশ দর্শকসাড়া ফেলেছে। স্নেহাশীষ ঘোষের কথায় এই গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। নুসরাতের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

ইমরান বলেন, ‘প্রথম আমরা একসঙ্গে গানটি করেছিলাম। এটি মূলত তৈরি করেছিলাম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য। এর আগেও এই মঞ্চে আমি নায়িকা পূর্ণিমার সঙ্গে একটি রিমেক গান করেছি। তবে এবার ফারিয়ার সঙ্গে করছি একেবারে নতুন গান। যা দেখলাম নুসরাত ফারিয়ার কণ্ঠে পাওয়ার আছে। গানটি ইতিমধ্যে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ইতিমধ্যে ৫৯ লক্ষবার দেখা হয়েছে।’

গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ইতিমধ্যে গানটি সোশ্যাল মিডিয়ায় নতুন করে শেয়ার দেখে ভালই লাগছে। এর আগেও আমার দুটি গান থেকে এটি একেবারেই আলাদা। এই গানটি অনেকদিন বেঁচে থাকবে। এক কথায় সুর ও সঙ্গীত দারুন হয়েছে। তাছাড়া ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ গানটি গেছে দারুন সাড়া পাচ্ছি।’

একটি সূত্রে জানা গেছে, ঈদের পর নুসরাত ফারিয়া বিভিন্ন দেশে অনুষ্ঠানে যােগ দিতে দেখা যাবে। তাছাড়া কলকাতায় সোহমের বিপরীতে একটি সিনেমাসহ 'বিবাহ অভিযান-৩' তে দেখা মিলতে পারে বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকাকে। 

গানটি দেখতে এই লিংকে ক্লিক করুন

 

Wordbridge School
Link copied!