• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদে বেলাল খানের অন্যরকম গান টাকা দ্যা পা পা পা সং


বিনোদন ডেস্ক এপ্রিল ৮, ২০২৪, ০৪:৪০ পিএম
ঈদে বেলাল খানের অন্যরকম গান টাকা দ্যা পা পা পা সং

ঈদে অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছেন বেলাল খান, মিলন মাহমুদ, শোভন রায় ও ডিজে মারুফ। গানের শিরোনাম ‘টাকা দ্যা পা পা পা সং’। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। আর সুর করেছেন বেলাল খান। শোভন রায় এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ গানটি প্রযোজনা করেছে দেশীয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্বাধীন। গানটিতে মডেল হয়েছেন অলংকার চৌধুরীসহ এক ঝাঁক মডেল। সেই সঙ্গে সঙ্গীতশিল্পীদেরও ভিডিওতে পাওয়া যাবে ভিন্ন আঙ্গিকে।

ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ সম্পাদনা ও রঙবিন্যাস করেন চন্দন রায় চৌধুরী। এই গান প্রসঙ্গে গানের সুরকার ও অন্যতম কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ঈদের গানে ভিন্ন আমেজ থাকা উচিত। এই গানটি সেরকমই ফ্রাঙ্কি মুডে করা একটি গান। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

মিলন মাহমুদ বলেন, মূলত গানটিতে স্যাটায়ারের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। কাজটিতে অন্যরকম মজা আছে। গানটি স্বাধীনের অফিশিয়াল ইউটিউবে মুক্তি পাওয়ার পাশাপাশি দেশি-বিদেশৗ সব ধরনের স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।  

Wordbridge School
Link copied!