ছবি : প্রতিনিধি
ঢাকা: দুইটি কিডনি বিকল হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমডি সামিউল ইসলাম সুমন।
মেধাবী শিক্ষার্থী সামিউল ইসলাম সুমন গত বছরের ১৮ সেপ্টেম্বর সুমন অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি টানা তিন মাসেরও বেশি সময় ধরে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুমনের বাড়ি বগুড়া জেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন সুমন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সুমনের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী আহিয়ান মামুন বলেন, আপনার ও আমার সামান্য মানবিক সহায়তায় বাঁচতে পারে একটি তরুণ প্রাণ। আমাদের সুমনের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে তার পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব নয়। চলুন, আমরা সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে একটি জীবন বাঁচাই।
মানবিক সহায়তার মাধ্যমে সুমনের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা বিকাশ (পার্সোনাল) নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। সামিউল ইসলাম সুমন: ০১৩০৫-৪৫৫৯২২।
পিএস







































