• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫৭ বছরে ফের বাবা হচ্ছেন, স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ


বিনোদন ডেস্ক এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৪১ পিএম
৫৭ বছরে ফের বাবা হচ্ছেন, স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ

ঢাকা: কয়েকমাস বাদেই ৫৮ বছরে পা রাখবেন বলিউড অভিনেতা আরবাজ খান। এরই মধ্যে একদিকে মৃত্যুভয়, অন্যদিকে পরিবারের সদস্য সংখ্যা বাড়ার ইঙ্গিত! দুই বিপরীতমুখী ঘটনা নাকি ঘটতে চলেছে খান পরিবারে। 

মঙ্গলবার স্ত্রী সুরা খানের সঙ্গে প্রসূতিদের হাসপাতালে গিয়েছিলেন আরবাজ খান। সেই ভিডিও, ছবি ভাইরাল হতেই কৌতূহলী বলিউড। প্রশ্ন উঠেছে, যা রটেছে তাই-ই কি ঘটছে? ফের বাবা হচ্ছেন আরবাজ? ফের জেঠু হচ্ছেন সালমান?

এদিন প্রযোজক-অভিনেতা পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করার চেষ্টা করেছেন স্ত্রীকে। ঠিক যেমন করেছিলেন ইদের দিন। বোন অর্পিতা খানের বাড়ির পার্টিতে। ওইদিন সারাক্ষণ তিনি ক্যামেরা থেকে যেভাবে আগলে রেখেছেন স্ত্রীকে তা দেখেই গুঞ্জন ওঠে, শিগগিরই সুখবর আসতে চলেছে খান পরিবারে। 

সেদিনের মতো এদিনও সুরাকে ঢিলেঢালা, বড় মাপের পোশাকে দেখা গেছে হাসপাতালে। সাধারণত গর্ভাবস্থা ঢাকতে মেয়েরা এই ধরনেরই পোশাক পরে থাকেন। যা দেখেই ভক্তরাও দুইয়ে দুই চার মেলাচ্ছেন।

মাত্র ১৬ মাস আগে বিয়ে হয়েছে তাদের। তার আগেই পেশায় রাভিনা টন্ডনের রূপসজ্জাশিল্পী সুরার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আরবাজের। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।  

প্রসঙ্গত, খান পরিবারের সঙ্গে রাভিনার বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সুবাদেই যাতায়াত উভয় পরিবারের। সেখান থেকেই হয়তো আরবাজের সঙ্গে সুরার সম্পর্ক এবং খান পরিবারের বধূ তিনি। 

যা-ই হোক, বিয়ের দু’বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান আসার আভাস মেলায় খুশির হাওয়া বলিপাড়ায়। সালমানের অনুরাগীদের আশা, হয়তো নতুন সদস্য ভাইজানের জীবনে খুশির হাওয়া নিয়ে আসছে।

ইউআর

Wordbridge School
Link copied!