• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই: বিএনপি নেতা হাফিজ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৩:৪৮ পিএম
আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই: বিএনপি নেতা হাফিজ

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের জনগণের জুলাই সনদের নয়, প্রয়োজন এমন একটি সংসদ, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ অভিযোগ করে বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছে, অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায়। এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, যার তুলনা অন্য কোনো আন্দোলনের সঙ্গে হয় না।

তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন বিএনপির এই সিনিয়র নেতা।

এসএইচ
 

Wordbridge School
Link copied!