• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা


নারায়ণগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:৩৭ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জ: ছাত্রলীগ নেতা স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না পারলেও নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসা হয়।

আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, আরিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

এই সময়ের মধ্যে তিনি মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেন। নির্ধারিত সময় শেষ হলে তাকে পুনরায় কারাগারে পৌঁছে দেওয়া হয় বলেও জানান তিনি।

পিএস

Wordbridge School
Link copied!