ছবি: প্রতিনিধি
পতিত স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা।
সোমবার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় নীলফামারী বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু ও সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্যসচিব ইমরান শাহ, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ ও মাহবুব রুবেল।
বক্তারা বলেন, হত্যা ও গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এসএইচ







































