• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলার মাটিতে চাঁদাবাজদের ঠাঁই হবে না: জামায়াত আমীর


চুয়াডাঙ্গা প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৭ পিএম
বাংলার মাটিতে চাঁদাবাজদের ঠাঁই হবে না: জামায়াত আমীর

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলার মাটিতে কোনো চাঁদাবাজ ও দখলদারদের ঠাঁই হবে না। তিনি বলেন, অন্যায়ের কাছে তাঁরা কখনো মাথানত করেননি, ভবিষ্যতেও করবেন না। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে সোমবার ২৬ জানুয়ারি বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিনের সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবদুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সমর্থন কামনা করেন এবং সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!