• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত


নরসিংদী প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৫৭ পিএম
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় হামলায় সাংবাদিক এস এস ফয়েজ, শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লালসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেডি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। 

নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য পুলিশ নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

এম

Wordbridge School
Link copied!