• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২৫ মাঠের সংগ্রাম, বিদ্রোহ, বিদায় আর বিজয়ের এক যৌথ কাব্য


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:০৬ পিএম
২০২৫ মাঠের সংগ্রাম, বিদ্রোহ, বিদায় আর বিজয়ের এক যৌথ কাব্য

ফাইল ছবি

২০২৫ বিদায় নিচ্ছে। নতুন বছরের ভোর দোরগোড়ায় দাঁড়িয়ে, স্মৃতির পাতা উল্টালে চোখে পড়ে এক বছরের অম্ল-মধুর সব ঘটনা-উচ্ছ্বাসের হাসি, হতাশার দীর্ঘঃশ্বাস, ইতিহাস স্পর্শের কিছু দুর্লভ মুহূর্ত।

বাংলাদেশ ফুটবলের আকাশে সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে উঠলেন হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের ফুটবল পুনর্জীবন পেয়েছে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, নেপালের বিপক্ষে দুর্দান্ত হেড-সেই সাফল্য দিয়ে জাতীয় দলের রক্ষণাত্মক শক্তি ও আক্রমণাত্মক ধারাকে নতুন আকার দিলেন হামজা। তার সঙ্গে দলে যুক্ত হয়েছেন প্রবাসী ফুটবলাররা, নতুন সম্ভাবনার ইঙ্গিত নিয়ে।

নারী ফুটবলে সাবিনা খাতুন ও ঋতুপর্ণাদের ‘কোচ হটাও’ বিদ্রোহও দলের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে তারা প্রমাণ করেছেন, লড়াই শুধু কথায় নয়, খেলাতেও।

ক্রিকেটে বছরজুড়ে মিশ্র ফলাফল দেখা গেছে। ওয়ানডেতে জয় এসেছে তিনটি, হার সাতটি, একটি পরিত্যক্ত। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচ খেলে ১৫ জয়, ১৪ হার ও একটি পরিত্যক্ত-জয়ের হার ৫১.৭২ শতাংশ। ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ৮১৪ রান ও ৪১টি ছক্কা হাঁকিয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির কীর্তি গড়ে বাংলাদেশের বোলিংকে শক্তিশালী করেছেন।

মিরপুরে নভেম্বরে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলেন, প্রথম ইনিংসে ১০৬ রান, দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত। ইতিহাসের এক নতুন অধ্যায় লিখলেন তিনি। 

জুনিয়র হকিতে বিশ্বমঞ্চে স্বপ্ন ছোঁয়েছে বাংলাদেশ। আমিরুল ইসলামের নেতৃত্বে বিশ্বকাপে জয় এনে ইতিহাসের পাতায় নাম লেখালেন। নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয়ে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন, সীমিত প্রস্তুতিতেও প্রতিভা আর দৃঢ়তার সঙ্গে বড় অর্জন সম্ভব।

নারী কাবাডি, আর্চারি, টেবিল টেনিস ও দাবায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনও উজ্জ্বল হয়ে উঠেছে। খই খই সাই মারমা টেবিল টেনিসে রূপা জিতেছেন ইসলামিক সলিডারিটি গেমসে। নোশিন আনজুম দাবায় তৃতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।

২০২৫ শুধু একটি বছর নয়; এটি ছিল সংগ্রাম, বিদ্রোহ, বিদায় আর বিজয়ের এক যৌথ কাব্য। বছরের প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় অম্ল-মধুর স্বাদ রেখে বিদায় নিচ্ছে। নতুন বছরের ভোরে অপেক্ষা করছে নতুন স্বপ্ন, নতুন ইতিহাস এবং নতুন অর্জনের আশা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!