• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২৫ ক্রিকেট বিশ্ব: রেকর্ডের বছর, হাসি-আনন্দ ও বিস্ময়ের গল্প


সোনালী ডেস্ক ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:৪৮ পিএম
২০২৫ ক্রিকেট বিশ্ব: রেকর্ডের বছর, হাসি-আনন্দ ও বিস্ময়ের গল্প

ফাইল ছবি

দেখতে দেখতে বিদায়ের অপেক্ষায় ২০২৫। চলতি বছরে ক্রিকেট প্রেমীদের জন্য ছিলো রোমাঞ্চ, রেকর্ড আর নাটকের সমাহার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে ক্রিকেটের বাইশ গজে হয়েছে অভূতপূর্ব ঘটনা।

২০২৫ সালে এক বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। এই টানা টস হারের রেকর্ড ওয়ানডে ইতিহাসে নতুন। এর আগে নেদারল্যান্ডসের দখলে ছিল ১১ ম্যাচের রেকর্ড।

চলমান অ্যাশেজ সিরিজেও বিরল একটি ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই দুটি ম্যাচ দুই দিনের মধ্যেই শেষ হয়েছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে, যেখানে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। তখন এটি ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট ছিল।

নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে পুরো আসরে তারা হেরেছে তিনটি ম্যাচ। ইতিহাসে এটি প্রথমবার যে কোনো দল তিন ম্যাচ হেরেও বিশ্বকাপ জিতেছে।

আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে খেলেছেন ২২ বছরের নিচের চারজন ক্রিকেটার— আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের চারজনকে একই ম্যাচে নামায়নি।

গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। পুরুষ বা নারী আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম ঘটনা। তার বোলিং ফিগার ছিল ১ ওভার, ১ রানের বিনিময়ে ৫ উইকেট।

২০২৫ সাল ক্রিকেটপ্রেমীদের জন্য রেকর্ড, উদ্ভাবন ও বিস্ময়ের বছর হিসেবে ইতিহাসে থাকল। নতুন বছরও আসছে নতুন রেকর্ড, নতুন আশা আর উত্তেজনার প্রতিশ্রুতি নিয়ে।

এসএইচ 

Wordbridge School
Link copied!