ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ) বেলা সাড়ে এগারোটায় কলেজের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ হায়দার মিঞা ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ছাত্র সংগঠনে নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান । ভবিষ্যতে কলেজে সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশ্বাস দেন।
এরপর অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
এসএইচ







































