ফাইল ছবি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা।
সোমবার (২৬ জানুয়ারি) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২’ নামে ঢাবি শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
এর আগে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন সর্বমিত্র চাকমা।
পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি লেখেন, তার সব ভাবনা ও চিন্তার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিরাপত্তা সংকট মোকাবিলায় নিজের দায়িত্বের বাইরে গিয়েও একা বিভিন্ন জায়গায় কাজ ও সমাধানের চেষ্টা করেছেন তিনি। তবে দায়িত্ব পালনের প্রক্রিয়ায় আইনগত সীমাবদ্ধতা, ব্যক্তিগত জীবন ও মানসিক চাপ তার জন্য অসহনীয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, “যত যাই হোক, আইন তো আইনই। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থা বিষিয়ে উঠেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই।”
সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পিএস







































