• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাড়ি-গোঁফে সারা আলী


বিনোদন ডেস্ক মার্চ ২, ২০২৩, ১১:১২ এএম
দাড়ি-গোঁফে সারা আলী

ঢাকা : সুইমিংপুলে পা এলিয়ে বসে আছেন সারা আলী খান। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। মুখভর্তি দাড়ি-গোঁফ। পরনে সাঁতারের পোশাক। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় সাইফ আলী খানের কন্যাকে।

এ ছবিতে সারা আলী খান লিখেছেন— ‘এ ছবির ফটোগ্রাফারকে খুঁজে বের করুন। আমার ভেতরের সুন্দর ও নারীসূলত দিক বের করে আনার জন্য আপনাকে ধন্যবাদ। হোমিস্টার (হোমি আদজানিয়া) আপনাকে আবারো জন্মদিনের শুভেচ্ছা।’

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউড নির্মাতা হোমি আদাজানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের এমন একটা অদ্ভুত ছবি পোস্ট করেছেন সারা আলী খান। কারণ ছবিটি তুলেছেন হোমি আদাজানিয়া। আর সেকারণেই এই ছবির মাধ্যমে হোমিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। আর মজা করেই, ছবিতে দাড়ি-গোঁফের ফিল্টার ব্যবহার করেছেন সারা আলী খান।

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। গত ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!