ঢাকা: বলিউড সুপারস্টার আমির খান ৬০ বছর বয়সে নতুন প্রেমে পড়েছেন। সে প্রেমের খবর নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এদিকে প্রেমের খবর জানাজানি হওয়ার পর প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন আমির খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা।
গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। সাংবাদিকদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়।
গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন। এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায়। অন্যদিকে গৌরী পরেছিলেন ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতি সাদা শার্ট।
ব্যক্তিগত জীবনে এর আগে আমির খান প্রথমে রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন।
এই দুজনের সঙ্গেই তার আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। এবার কি তবে গৌরীকে বিয়ে করবেন? পাপারাৎজিদের এ প্রশ্নের জবাবে আমির বলেন, ‘দেখুন, আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুই বার বিয়ে করেছি। আর ৬০ বছর বয়সে বিয়ে আমার বিয়ে করা আর ঠিক হবে না। তবে দেখা যাক।
আমির খান গৌরীর সাথে তাঁর প্রেমের বিষয়ে বলেছিলেন, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম যার সাথে আমি শান্তিতে থাকতে পারি, যিনি আমাকে শান্তি দেবে। আর গৌরী সেই মানুষ।’
রিপোর্ট অনুযায়ী, গৌরী আমির খানের পরিবার, কাছের বন্ধুবান্ধব এবং বলিউডের সুপারস্টার সালমান খান এবং শাহরুখ খানের সঙ্গেও দেখা করেছেন। রীতিমতো সবাইকে জানিয়েই প্রেম করছেন আমির খান। এখন দেখার বিষয়, নিজের তৃতীয় বিয়ের ঘোষণা কবে দেন মিস্টার পারফেকশনিস্ট। ভক্তরাও রয়েছে সেই অপেক্ষায়।
ইউআর