দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতম স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দামের পরিবর্তন সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
সভায় বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সব পক্ষের সম্মতিতে দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী: স্বর্ণ (প্রতি গ্রাম): ২২ ক্যারেট হলমার্ককৃত: ২২,০৫০ টাকা। ২১ ক্যারেট হলমার্ককৃত: ২১,০৫০ টাকা। ১৮ ক্যারেট হলমার্ককৃত: ১৮,০৪০ টাকা এবং সনাতন পদ্ধতি: ১৪,৮২৫ টাকা।
রূপা (প্রতি গ্রাম): ২২ ক্যারেট হলমার্ককৃত: ৬২০ টাকা। ২১ ক্যারেট হলমার্ককৃত: ৫৯৫ টাকা। ১৮ ক্যারেট হলমার্ককৃত: ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতি: ৩৮০ টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার এবং বৈদেশিক বিনিয়োগের অনিশ্চয়তা এ পরিস্থিতির প্রধান কারণ।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, “আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রেক্ষিতে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আমরা চাই, ক্রেতা ও ব্যবসায়ীরা উভয়েই স্বচ্ছ ও স্থিতিশীল বাজার উপভোগ করতে পারেন।”
এম







































