আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। বরিশাল বিভাগের ১৯টি আসনজুড়ে প্রতিদিনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগই এই প্রচারণার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, প্রতিটি আসনে নেতাকর্মীরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে সাধারণ মানুষের কাছে ইসলামের পক্ষে একক মার্কা হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন। এলাকাভেদে নাগরিক সমস্যা, নৈতিক রাজনীতি, সুশাসন ও জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের সমর্থন চাওয়া হচ্ছে। প্রচারণার প্রতিটি পর্যায়ে জনমত ও জনপ্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি প্রার্থীদের।
বরগুনা জেলার বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কোটবাড়িয়া, লতাবাড়িয়া ও দোওতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি ফুলঝুরি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
বরগুনা-২ আসনের প্রার্থী মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী কাকচিড়া বাজার ও নাচনা পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভায় অংশ নেন।
ঝালকাঠি-১ আসনে মাওলানা ইব্রাহিম আল হাদী রাজাপুর সদর ইউনিয়ন, আমুয়া বন্দর বাজারসহ বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ঝালকাঠি-২ আসনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী নলছিটি পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান এবং রাতে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
বরিশাল-১ আসনে প্রার্থী রাসেল সরদার মেহেদী গৌরনদী উপজেলার একাধিক গ্রাম ও বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
বরিশাল-২ আসনের প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন বামরাইল ও শিকারপুর ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি নারী ভোটারদের সঙ্গে পৃথক উঠান বৈঠকে অংশ নেন। বরিশাল-৩ আসনে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
বরিশাল-৪ আসনে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের গ্রামগুলোতে গণসংযোগ ও গোবিন্দপুর বাজারে পথসভা করেন। বরিশাল-৫ ও ৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই নগরীর সাগরদী, রুপাতলী ও বাকেরগঞ্জ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য দেন।
পটুয়াখালী-১ আসনে মাওলানা আবুল হাসান বুখারী মৌকরণ ও লাউকাঠী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও একাধিক পথসভা করেন। পটুয়াখালী-২ আসনের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী বাউফল পৌরসভা ও নাজিরপুর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন।
পটুয়াখালী-৩ আসনের প্রার্থী মাওলানা আবু বকর দশমিনা উপজেলা শহর ও বাসবাড়িয়া ইউনিয়নে প্রচারণা চালান। পটুয়াখালী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মহিপুর, আলিপুরা ও কুয়াকাটা এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন।
ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা ভোলা সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দীন লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন। ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিন মনপুরার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। পিরোজপুর-২ আসনে মাওলানা আবুল কালাম আজাদ কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। পিরোজপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মো. রুস্তম আলী ফরাজি মঠবাড়িয়া পৌরসভা ও আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে দক্ষিণাঞ্চলের মানুষ ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিচ্ছে। আগামী দিনগুলোতে এই প্রচারণা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এম







































