ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মহিলা জামায়াতের কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের পুরুষ নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই স্থানীয় বাজারে হামলার প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।
সংঘর্ষে আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতের দলীয় সূত্র জানায়, জামায়াত প্রার্থীর সমর্থনে পোদ্দার বাজার সংলগ্ন একটি বাড়িতে মহিলা কর্মীরা প্রচারণায় গেলে স্থানীয় বিএনপির লোকজন তাদের বাধা দেয়। এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাইনুদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে ইউনিয়ন বিএনপির সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা হয়। পরে বিএনপির লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে জামায়াতের ৬ জন নেতা-কর্মী আহত হন।
আহতরা হলেন— জামায়াত নেতা মাইন উদ্দিন, কর্মী আবু তৈয়ব, যুব বিভাগের নেতা মো. তারেক, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল হোসেন।
অন্যদিকে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, বিএনপি নেতা ইকবালসহ নেতা-কর্মীরা ধানের শীষের প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় মহিলা জামায়াতের কয়েকজন একটি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ ইউনিয়ন জামায়াতের আমিরসহ কয়েকজন এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তবে কোনো বড় ধরনের মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
রাতে আহতদের দেখতে প্রথমে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশবিশেষ) আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ও জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া হাসপাতালে যান। সেখানে তিনি বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এসবিআর







































