• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বিপ্লব শেখ


কবি নজরুল কলেজ প্রতিনিধি জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৭ পিএম
কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বিপ্লব শেখ

ছবি: প্রতিনিধি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ। ‘নলকূপ স্থাপনে গাফিলতি, অভিযোগকারীদের ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি অধ্যক্ষের’ শীর্ষক প্রকাশিত সংবাদের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

রোববার (২৫ জানুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ ও সার্টিফিকেট প্রদান’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা–৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে নবধারা ডটকমের ক্যাম্পাস প্রতিবেদক মোছা. কাবা কাকলি এবং দৈনিক সকালের ক্যাম্পাস প্রতিবেদক আমির হোসেন সবুজের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান বিপ্লব শেখ।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন এবং ডিবিসি নিউজের রিপোর্টার ও সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক পার্থ সাহা।

মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার অর্জন করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্য আব্দুল হামিদ এবং রাজনীতি ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা। এ ছাড়া ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পান দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, উপদেষ্টা ও সোনালীনিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন এবং উপদেষ্টা যায়েদ হোসেন মিশু।

এসএইচ 

Wordbridge School
Link copied!