• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ববিতে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা, অথচ নবীন বরণে তামাক কোম্পানির স্পন্সর


বরিশাল অফিস জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২২ এএম
ববিতে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা, অথচ নবীন বরণে তামাক কোম্পানির স্পন্সর

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ক্যাম্পাসজুড়ে উৎসব, নিরাপত্তা আর শৃঙ্খলার বার্তা থাকলেও-নবীন বরণ আয়োজনের অর্থায়ন ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্ন। কারণ, এই আয়োজনের স্পন্সর তালিকায় রয়েছে একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী সিগারেট কোম্পানি।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির সঙ্গে তামাক কোম্পানির স্পন্সরশিপ কতটা সাংঘর্ষিক তা নিয়েই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

নবীন বরণ উপলক্ষে ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় এবং প্রক্টোরিয়াল বডির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। অথচ মূল স্টেজের পাশেই  ওপেনে মেয়েদেরকে দিয়ে বিক্রি হচ্ছে সিগারেট সাথেই ফ্রী দিচ্ছে গ্যাস লাইট। 

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সোনার বাংলা সার্কাস, লালন ও সাব-কনশাস। কিন্তু এসব আয়োজনের পেছনে অর্থায়ন নিয়ে সামনে আসে বিতর্কিত তথ্য। জানা যায়, নবীন বরণ অনুষ্ঠানের অন্যতম স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে রিয়াল ডায়মন্ড নামের একটি সিগারেট কোম্পানি।

বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তামাক কোম্পানির উপস্থিতি মাদকবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল।

ক্যাম্পাসের বাংলা বিভাগের একটা ছাত্র নাইম  উদ্দিন জানান,একদিকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ঘোষণা, অন্যদিকে তামাক কোম্পানির স্পন্সর গ্রহণ এটি দ্বিচারিতার উদাহরণ। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন বার্তা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর ও বিভ্রান্তিকর। তামাকও এক ধরনের নেশাজাত পণ্য। সেটিকে পরোক্ষভাবে প্রমোট করার সুযোগ দেওয়া হলে জিরো টলারেন্স নীতির নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইলিয়াস হোসেন বলেন,স্পন্সর হিসেবে যাদের রাখা হয়েছে, সে বিষয়টি ওরিয়েন্টেশন কমিটি ভালোভাবে জানে। তবে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ তৎপর থাকবে।

অন্যদিকে ওরিয়েন্টেশন ও নবীন বরণ উদযাপন কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানা বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এগুলো আয়োজন কমিটির আহ্বায়ক স্যার দেখেছেন। স্পন্সর সংক্রান্ত বিস্তারিত জানতে হলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে। স্পন্সরশিপের অর্থের পরিমাণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় খুব পুরোনো না হলেও সমাজে এর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া গর্বের।

তিনি জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। নবীনদের উদ্দেশে তিনি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একদিকে মাদকবিরোধী কঠোর অবস্থান, অন্যদিকে তামাক কোম্পানির স্পন্সরশিপ এই দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিগত অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও ভবিষ্যতে এমন স্পন্সরশিপ পরিহারের সিদ্ধান্ত না এলে বিতর্ক আরও ঘনীভূত হবে।

এম

Wordbridge School
Link copied!